02 October 2019

October 2019 Newsletter

Our theme for this year is growth.  In order to grow we need to be deter-mined and not give up easily. In this past month I have been amazed again and again by the persistence of ants.  When they are trying to escape rain or find a good home for their eggs, they work together with untiring resolve and will find their way around almost any resistance we try to put in their way. 


  Proverbs 6:6 says, “You people who don't want to work, think about the ant! Consider its ways and be wise!” 
Getting or giving an education also takes work.  Our hope is that we as staff, and our students, will keep learning and growing.  We want to also be very determined and not give up easily when challenged in anything.
এ বছরের আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হতে হবে এবং সহজেই হাল ছেড়ে দেওয়া উচিত নয় । গত মাসে পিঁপড়ার দৃঢ়তায় আমি বারবার অবাক হয়েছি । যখন তারা বৃষ্টি থেকে বাঁচতে বা তাদের ডিমের জন্য একটি ভাল বাড়ি খুজে বের করার চেষ্টা করে, তখন তারা নিরলস সংকল্পের সাথে একত্রে কাজ করে এবং আমরা তাদের  পথে যে প্রতিবন্ধকতাই সৃষ্টি করি না কেন তারা তা অতিক্রম করে তাদের পথ খুঁজে নেবেই
হিতেপদেশ ৬:৬ পদে বলে অলস মানুষ, তোমাদের পিঁপড়েদের মতো হওয়া উচিত। দেখো, পিঁপড়েরা কি করে ! পিঁপড়েদের কাছ থেকে শেখো এবং জ্ঞানী হও
শিক্ষা নেওয়া বা দেওয়াও হচ্ছে একটি কাজ। আমাদের আশা এই যে, আমরা স্টাফরা এবং  আমাদের শিক্ষার্থীরা শিক্ষা ও বৃদ্ধিকে ধরে রাখবে। আমরা খুব দৃঢ় সংকল্পবদ্ধ হতে চাই এবং যে কোনও বিষয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হলে সহজেই হাল ছাড়ব না।  
Holidays:
Due to the occasion of Durga Puja, the school will remain closed from 6 October, Sunday until 10 October, Thursday. Classes will resume on 13 October, Sunday. We wish you a special time over this break.
ছুটি 
দুর্গাপজা উপলক্ষ্যে স্কুল আগামী ৬ অক্টোবর রোজ রবিবার হতে ১০ অক্টোবর রোজ বৃহস্পতিবা পর্যন্ত বন্ধ থাকবে। পাঠদান যথারীতি ১৩ অক্টোবর, রোজ রবিবার থেকে শুরু হবে। আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা রইল।
Parent-Teacher Meetings
Thank you to all the parents who made an effort to come to our parent-teacher meetings.  We are also grateful for all the staff who worked to make these meetings a success! One of our values at LAMB school is that we believe the family is the main unit created by God through which children’s characters are shaped.  We, therefore, value the unity and integrity of each family.  As staff, it is a privilege to work together with you, on behalf of your children.

শিক্ষক-অভিভাবক সভা
ধন্যবাদ অভিভাবকদের যারা সেপ্টেম্বরের শিক্ষক অভিভাবক সভায় উপস্থিত হওয়ার জন্য অনেক কিছু বিসর্জন দিয়ে এসেছিলেন। আমরা একই সাথে সব ষ্টাফের কাছে কৃতজ্ঞ যারা সভাগুলো সুসম্পন্ন হতে কঠোর পরিশ্রম করেছিলেন। ল্যাম্ব স্কুলের মূল্যবোধগুলোর একটি হচ্ছে পরিবার বিষয়ে। আমরা বিশ্বাস করি যে পরিবার হচ্ছে ঈশ্বরের সৃষ্ট প্রধান ক্ষেত্র যেখানে ছেলেময়েদের চরিত্র গঠিত হয়। এ কারণে আমরা পরিবারের একাত্বতা ও অখন্ডতাকে মূল্যায়িত করি। একজন স্টাফ হিসেবে আপনার হয়ে আপনার সন্তানের জন্য কাজ করতে পারাটা আমাদের জন্য সম্মানের
Students
In the month of September we had the privilege of a visiting student from England. Samuel Roy is the son of Dr Rinku Roy, who used to work at LAMB and who was the first person ever to volunteer after his HSC exams in 1997. 
We are also pleased to be welcoming Evelyn Aradhona Nelson into Grade 6, Evelyn is the daughter of Dr Nelson, LAMB’s former medical director, and Mrs Chandra Mondal, who are both our  previous colleagues.  In October, Martin and Maisha from Class of 2019 will be taking some further O level tests.  Please pray for them in this month.
ছাত্র-ছাত্রী
সেপ্টেম্বরে ইংল্যান্ড থেকে ঘুরতে আসা এক শিক্ষার্থী আমাদের সাথে যোগ দিয়েছিলেন। শামূয়েল রায়, ডা: রিংকু রায় এর ছেলে, যিনি এক সময় ল্যাম্বে কাজ করতেন এবং প্রথম স্বেচ্ছাসেবক যিনি ১৯৯৭ সালে তার এইচ,এস,সি পরীক্ষা লেখার পর ল্যাম্ব স্কুলকে স্বেচ্চাসেবক হিসেবে সময় দিয়ছিলেন। 
আমরা আন্দদের সাথে ইভিলেন আরাধনা নেলসন-কে  ৬ষ্ঠ শ্রেণীতে স্বাগত জানাই, ইভিলেন হচ্ছে প্রাক্তন ল্যাম্ব হাসপাতল পরিচালক ডা: নেলসন এবং মিসেস চন্দ্রা মন্ডল এর কন্যা, দুজনই আমাদের একসময়ের সহকর্মী ছিলেন। অক্টোবরে মার্টিন এবং মাইশা ও’ লেভেলের আরও কিছু পরীক্ষা লিখবে। অনুগ্রহ করে, তাদের জন্য প্রার্থনা করুন
School Advisory Committee
Our next School Advisory Committee meeting will be held on Wednesday, 16 October, from 4:30 pm until 5:30 pm. If parents have issues they wish for us to discuss, please speak to a member of the committee.  Parents on the committee include: Mr Xaver Ambauen, Mrs Shamima Nasrin Rosy, Mrs Sarah Marandy and Mrs Shirajum Munira.  You may also talk to any of the Heads.
স্কুল উপদেষ্টা কমিটি
আমাদের পরবর্তী স্কুল উপদেষ্টা কমিটির  সভা আগামী ১৬ অক্টোবর, রোজ বুধবার, বিকাল ৪:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে। যদি অভিবাভকদের কোন বিষয় থাকে যা আমাদের আলোচনা করা প্রয়োজন বলে মনে করেন, তবে দয়া করে কমিটির যেকোন সদস্যের সাথে কথা বলুন। কমিটির অন্তর্ভুক্ত অভিভাবকগণ হচ্ছেন; মি. সাবের আম্বুয়ান, মিসেস: শামিমা নাসরিন রোজী, মিসেস: সারা মার্ডী এবং মিসেস: সিরাজুম মনিরা। তাছাড়াও আপনারা যে কোনো বিভাগীয় প্রধানের সাথে কথা বলতে পারেন
Fee payments to LAMB finance office
Thank you to all who faithfully meet their deadlines for paying school fees.  We want to remind all parents that school fees are due within the 15th of each month or a 200tk late fee is automatically applied.  Also please be reminded that LAMB finance office accepts payments on Sundays from 10 to 12 and on Monday to Thursday from 8:30 to 12 each morning. 
ফি প্রদান 
ধন্যবাদ জানাই যারা বিশ্বস্তভাবে স্কুল ফি, প্রদানের সময়সীমা অনুযায়ী পরিশোধ করছেন। আমরা আবারো স্মরণ করিয়ে দিতে চাই যে, প্রতি চলতি মাসের স্কুল ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে ১৫, অন্যথায় ২০০ টাকা হারে বিলম্ব চার্জ স্বয়ংক্রিয় ভাবে যুক্ত হবে। এর সাথে মনে রাখুন যে ল্যাম্ব ফাইনেন্স অফিস রবিবারে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এবং সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৮:৩০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত লেনদেন করেন। 
Karate training
Women (age must be between 8 and 35 years) who are interested in learning Karate are invited to participate in training for 20 lessons for 20 days. The cost is Tk. 1500/- for each participant. 
If interested please contact
(1) Mrs. Flora Pahan,
Mobile #:01712086398,
E-mail ID: <florap@lambproject.org>;
(2) Mrs. Shirajum Munira
Mobile #: 01716178179,
কারাতে
নারীরা ( যাদের বয়স ৮ থেকে ৩৫ বৎসর) যারা কারাতে প্রশিক্ষণ নিতে আগ্রহী, তাদের সবাইকে ২০ দিনের ২০টি পাঠের এই প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে। প্রশিক্ষণের খরচ ১৫০০/- টাকা জন প্রতি।
দয়া করে বিস্তরিত তথ্য জানান জন্য
১. মিসেস. ফ্লোরা পাহান ০১৭১২০৮৬৩৯৮,
ই-মেইল: florap@lambproject.org
২. মিসেস. সিরাজুম মনিরার ০১৭১৬১৭৮১৭৯,
ই-মেইল: shirajumm@lambproject.org
এর সাথে যোগাযোগ করুন।

No comments:

Post a Comment

LAMB English Medium School - Bangladesh