19 August 2019

August 2019 Newsletter

August 2019 Newsletter


This year we would like to focus on growth of the school staff and children. We hope each child will grow and learn to their full potential and know how truly valuable they are. Teachers have done some training over the holidays to improve their understanding and thinking so that they can promote these skills with the students in classes through their hard work, attention to each child and respectful interaction with all. We aim to have a growth mindset both for ourselves and our students believing that we can always grow in confidence, obedience, faithfulness, in our thirst for knowing and that we can continue to become more mature people. We also want to firmly believe that in this journey of growth we have the grace of God. We thank God that each of you are part of LAMB School for the year 2019-20 and we ask His help for us to continue this work.  
প্রিয় অভিভাবক এবং ছেলে-মেয়েরা,
এ বছরে আমরা সার্বিকভাবে স্কুল স্টাফ এবং ছেলেমেয়েদের বৃদ্ধি লাভে দৃষ্টি নিবদ্ধ রাখতে চাই আমাদের আশা এই যে, প্রত্যেক ছেলেমেয়ে তাদের সম্ভাব্য সামর্থ্যের সর্বোচ্চটা শিখবে এবং তারা কতটা মূল্যবান তা জানবে শিক্ষকগণ ছুটিতে কিছু ট্রেনিং সম্পন্ন করেছেন যাতে তাদের বোঝার এবং চিন্তা করবার দক্ষতার বৃদ্ধি ঘটে এবং যেন তারা এই সকল দক্ষতা ক্লাসে প্রতিটি শিক্ষার্থীর প্রতি কঠোর পরিশ্রম, মনোযোগ এবং শ্রদ্ধাশীল মিথষ্ক্রিয়ার সাথে ব্যবহার করেন আমাদের লক্ষ্য, যেন আমরা নিজেরা এবং শিক্ষার্থীগণ উভয়ই বিকাশমান মানসিকতা লাভ করি, এটা বিশ্বাসের মধ্য দিয়ে যে আমরা সর্বদা আত্নবিশ্বাসে, বাধ্যতাই, বিশ্বস্ততায়, জানার তৃষ্ণায় এবং ক্রমাগত উন্নতি লাভ করতে পারি এবং পরিপক্ব হয়ে উঠতে পারি। আমরা এর সাথে দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আমাদের এই যাত্রায় ঈশ্বর আমাদের সঙ্গে আছেন ।
Staff
We welcome Jessica Ford Powell, our former student who is going to be a short-term volunteer teacher in our school. She is from England. Many of you might know her father and mother, Ken and Vikki Ford-Powell former staff at LAMB.  
We are thankful to God that Uncle Christian, Aunty April, Aunty Heather and Aunty Charlotte had safe travels on their extended leave, meeting their family members, relatives and friends and have come back safely.
 স্টাফ
আমাদের প্রাক্তন ছাত্রী জেসিকা ফোর্ড পাওয়েলকে স্বাগত জানাই, তিনি আমাদের স্কুলে স্বল্পমেয়াদী শিক্ষক হিসেবে কাজ করবেন। তিনি ইংল্যান্ডের অধিবাসী। তাঁর বাবা কেইন ফোর্ড পাওয়েলকে আপনারা অনেকে চিনে থাকবেন।
আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই, আংকেল খ্রীষ্টেন, আন্টি এপ্রিল, আন্টি হেদার এবং আন্টি শার্লোট লম্বা ছুটিতে গিয়ে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাত শেষে নিরাপদে ফিরে এসেছেন 
Materials
We have given out several items to your children on the first day of school. This includes a homework diary with the school rules in English and Bangla. We encourage you to familiarize yourself with these.  
উপকরণ সামগ্রী
আজ আমরা আপনাদের ছেলে-মেয়েদের বিভিন্ন উপকরণ দিয়েছিএই উপকরণগুলোর সাথে ইংরেজি এবং বাংলায় স্কুলের নিয়মাবলি সম্বলিত একটি বাড়ির কাজের ডায়েরী দেয়া হয়েছে আপনাদের উৎসাহ দেয়া যাচ্ছে, যেন আপনারা এই দুটো জিনিসের সাথেই সুপরিচিত থাকেন।

Preschool-Kindergarten     প্রিস্কুল-কিন্ডারগার্টেন
1. Homework Diary       বাড়ীর কাজের ডায়েরী
(w. school rules)      (-স্কুল নিয়ামাবলী সহ )
3. Newsletter                          নিউজলেটার

G1-10
1.    Homework Diary (w. school rules)
2.    Newsletter
3.    One each; eraser, ruler, pencil or pen
4.  Pencil box (Grades 1, 3, 5, 7 and 9 only) 
গ্রেড১-গ্রেড১০
বাড়ীর কাজের ডায়েরী -স্কুল নিয়ামাবলীসহ
নিউজলেটার                            
জনপ্রতি একটি করে; রবার, স্কেল, পেন্সিল অথবা কলম
পেন্সিল বক্স (শুধুমাত্র ১, , , ৭ এবং ৯ গ্রেডের ছেলে-মেয়েদের জন্য)

 Parent Teacher Meeting
During August, we look forward to getting started on our work and finding new routines at school. In September we hope to meet with all parents, to further coordinate our efforts towards your children’s growth and learning so that they may become all that God has made them to be. We aim to start the meetings in second week of September. You will be informed about meeting dates in September. 
শিক্ষক অভিভাবক সাক্ষাৎকার
আগষ্ট মাসে, স্কুলে আমরা আমাদের কাজ শুরু করার এবং নতুন নিত্যকার্যসূচি পাওয়ার অপেক্ষা করছি
আশা করছি যে সেপ্টেম্বরে আমরা সকল অভিভাবকের সাথে সাক্ষাৎ করতে পারব, যেন আমাদের প্রচেষ্টার সাথে আপনাদের সন্তানের বৃদ্ধি ও শেখার সমন্বয় করতে পারি এবং ঈশ্বর তাদের যা হবার জন্য সৃষ্টি করেছেন যেন ঠিক তাই হতে সাহায্য করি আমরা সাক্ষাতকারগুলো সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু করতে চাই সেপ্টেম্বর এ সাক্ষতাকারগুলোর তারিখগুলো আপনাদের জানিয়ে দেওয়া হবে

National Mourning Day
The school is going to commemorate the death of the father of the nation on 15 August 2019.  On this solemn occasion we ask that you please send your child to school by 8:40. We hope to finish our activities by 11:00.
জাতীয় শোক দিবস
স্কুল ১৫ আগষ্ট ২০১৯ তারিখে জাতীর পিতার মৃত্যু যথাযথ ভাবগাম্ভীর্যতার সাথে শ্রদ্ধাভরে স্মরণ করবে অনুগ্রহ করে আপনাদের সন্তানকে স্কুলে  ৮:৪০ এর মধ্যে পাঠিয়ে দিবেন । আমরা আমাদের অ্যাক্টিভিটিগুলো বেলা ১১:০০ এর মধ্যে শেষ করতে চাই ।
Summer Reading Club
Summer reading club was a fun time for children to enjoy the library while the school was closed. We are happy to say that the Reading Club went well. Teachers and students all had a good time reading and listening to stories together. We always encourage our students to read books; it is one way to gain knowledge and joy for life.

গ্রীষ্মকালীন পঠন ক্লাব
বন্ধের ছুটিতে বই পড়টা ছেলেমেয়েদের জন্য মজার ছিল। আমরা আনন্দের সাথে জানাই যে পঠন ক্লাব ভালমতো সম্পন্ন হয়েছিল। শিক্ষক এবং শিক্ষার্থী সবার জন্যই গল্প পড়া এবং শোনার সময়টা ভালো ছিল। আমরা আমাদের ছাত্র-ছাত্রীদের সব সময় বই পড়ার জন্য উৎসাহ দেই; জীবনের জন্য আনন্দ এবং জ্ঞান আহরণ করার এটি একটি উত্তম উপায়।
Standing Beside Flood Affected People
You are probably aware that different parts of our country were inundated with water due to heavy rainfall and run off water from India.  Our neighboring districts, Nilphamari and Kurigram were also badly affected. We are very proud of Uncle John, Uncle Janata, Uncle Rotan and Uncle Sunil for their willingness to represent LAMB School and to stand beside the flood-affected people. They worked with LAMB DRR team to support relief distribution work for few days.
বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো
আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের দেশের বিভিন্ন অংশ ভারী বর্ষন এবং ভারত থেকে আসা পানি দ্বারা ডুবে গেছে। আমাদের পার্শ্ববর্তী জেলা, নীলফামারী ও কুড়িগ্রামও এর দ্বারা খুব খারাপভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। আমরা আংকেল জন, আংকেল জনতা, আংকেল রতন এবং আংকেল সুনীল এর জন্য গর্বিত যে তারা ল্যাম্ব স্কুলকে প্রতিনিধিত্ব করার এবং বন্যাদূর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ত্রাণ সামগ্রীগুলি সরবরাহের জন্য তারা কয়েক দিন LAMB DRR টিমের সাথে কাজ করেছিল।

LAMB English Medium School - Bangladesh