02 October 2019

October 2019 Newsletter

Our theme for this year is growth.  In order to grow we need to be deter-mined and not give up easily. In this past month I have been amazed again and again by the persistence of ants.  When they are trying to escape rain or find a good home for their eggs, they work together with untiring resolve and will find their way around almost any resistance we try to put in their way. 


  Proverbs 6:6 says, “You people who don't want to work, think about the ant! Consider its ways and be wise!” 
Getting or giving an education also takes work.  Our hope is that we as staff, and our students, will keep learning and growing.  We want to also be very determined and not give up easily when challenged in anything.
এ বছরের আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হতে হবে এবং সহজেই হাল ছেড়ে দেওয়া উচিত নয় । গত মাসে পিঁপড়ার দৃঢ়তায় আমি বারবার অবাক হয়েছি । যখন তারা বৃষ্টি থেকে বাঁচতে বা তাদের ডিমের জন্য একটি ভাল বাড়ি খুজে বের করার চেষ্টা করে, তখন তারা নিরলস সংকল্পের সাথে একত্রে কাজ করে এবং আমরা তাদের  পথে যে প্রতিবন্ধকতাই সৃষ্টি করি না কেন তারা তা অতিক্রম করে তাদের পথ খুঁজে নেবেই
হিতেপদেশ ৬:৬ পদে বলে অলস মানুষ, তোমাদের পিঁপড়েদের মতো হওয়া উচিত। দেখো, পিঁপড়েরা কি করে ! পিঁপড়েদের কাছ থেকে শেখো এবং জ্ঞানী হও
শিক্ষা নেওয়া বা দেওয়াও হচ্ছে একটি কাজ। আমাদের আশা এই যে, আমরা স্টাফরা এবং  আমাদের শিক্ষার্থীরা শিক্ষা ও বৃদ্ধিকে ধরে রাখবে। আমরা খুব দৃঢ় সংকল্পবদ্ধ হতে চাই এবং যে কোনও বিষয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হলে সহজেই হাল ছাড়ব না।  
Holidays:
Due to the occasion of Durga Puja, the school will remain closed from 6 October, Sunday until 10 October, Thursday. Classes will resume on 13 October, Sunday. We wish you a special time over this break.
ছুটি 
দুর্গাপজা উপলক্ষ্যে স্কুল আগামী ৬ অক্টোবর রোজ রবিবার হতে ১০ অক্টোবর রোজ বৃহস্পতিবা পর্যন্ত বন্ধ থাকবে। পাঠদান যথারীতি ১৩ অক্টোবর, রোজ রবিবার থেকে শুরু হবে। আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা রইল।
Parent-Teacher Meetings
Thank you to all the parents who made an effort to come to our parent-teacher meetings.  We are also grateful for all the staff who worked to make these meetings a success! One of our values at LAMB school is that we believe the family is the main unit created by God through which children’s characters are shaped.  We, therefore, value the unity and integrity of each family.  As staff, it is a privilege to work together with you, on behalf of your children.

শিক্ষক-অভিভাবক সভা
ধন্যবাদ অভিভাবকদের যারা সেপ্টেম্বরের শিক্ষক অভিভাবক সভায় উপস্থিত হওয়ার জন্য অনেক কিছু বিসর্জন দিয়ে এসেছিলেন। আমরা একই সাথে সব ষ্টাফের কাছে কৃতজ্ঞ যারা সভাগুলো সুসম্পন্ন হতে কঠোর পরিশ্রম করেছিলেন। ল্যাম্ব স্কুলের মূল্যবোধগুলোর একটি হচ্ছে পরিবার বিষয়ে। আমরা বিশ্বাস করি যে পরিবার হচ্ছে ঈশ্বরের সৃষ্ট প্রধান ক্ষেত্র যেখানে ছেলেময়েদের চরিত্র গঠিত হয়। এ কারণে আমরা পরিবারের একাত্বতা ও অখন্ডতাকে মূল্যায়িত করি। একজন স্টাফ হিসেবে আপনার হয়ে আপনার সন্তানের জন্য কাজ করতে পারাটা আমাদের জন্য সম্মানের
Students
In the month of September we had the privilege of a visiting student from England. Samuel Roy is the son of Dr Rinku Roy, who used to work at LAMB and who was the first person ever to volunteer after his HSC exams in 1997. 
We are also pleased to be welcoming Evelyn Aradhona Nelson into Grade 6, Evelyn is the daughter of Dr Nelson, LAMB’s former medical director, and Mrs Chandra Mondal, who are both our  previous colleagues.  In October, Martin and Maisha from Class of 2019 will be taking some further O level tests.  Please pray for them in this month.
ছাত্র-ছাত্রী
সেপ্টেম্বরে ইংল্যান্ড থেকে ঘুরতে আসা এক শিক্ষার্থী আমাদের সাথে যোগ দিয়েছিলেন। শামূয়েল রায়, ডা: রিংকু রায় এর ছেলে, যিনি এক সময় ল্যাম্বে কাজ করতেন এবং প্রথম স্বেচ্ছাসেবক যিনি ১৯৯৭ সালে তার এইচ,এস,সি পরীক্ষা লেখার পর ল্যাম্ব স্কুলকে স্বেচ্চাসেবক হিসেবে সময় দিয়ছিলেন। 
আমরা আন্দদের সাথে ইভিলেন আরাধনা নেলসন-কে  ৬ষ্ঠ শ্রেণীতে স্বাগত জানাই, ইভিলেন হচ্ছে প্রাক্তন ল্যাম্ব হাসপাতল পরিচালক ডা: নেলসন এবং মিসেস চন্দ্রা মন্ডল এর কন্যা, দুজনই আমাদের একসময়ের সহকর্মী ছিলেন। অক্টোবরে মার্টিন এবং মাইশা ও’ লেভেলের আরও কিছু পরীক্ষা লিখবে। অনুগ্রহ করে, তাদের জন্য প্রার্থনা করুন
School Advisory Committee
Our next School Advisory Committee meeting will be held on Wednesday, 16 October, from 4:30 pm until 5:30 pm. If parents have issues they wish for us to discuss, please speak to a member of the committee.  Parents on the committee include: Mr Xaver Ambauen, Mrs Shamima Nasrin Rosy, Mrs Sarah Marandy and Mrs Shirajum Munira.  You may also talk to any of the Heads.
স্কুল উপদেষ্টা কমিটি
আমাদের পরবর্তী স্কুল উপদেষ্টা কমিটির  সভা আগামী ১৬ অক্টোবর, রোজ বুধবার, বিকাল ৪:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে। যদি অভিবাভকদের কোন বিষয় থাকে যা আমাদের আলোচনা করা প্রয়োজন বলে মনে করেন, তবে দয়া করে কমিটির যেকোন সদস্যের সাথে কথা বলুন। কমিটির অন্তর্ভুক্ত অভিভাবকগণ হচ্ছেন; মি. সাবের আম্বুয়ান, মিসেস: শামিমা নাসরিন রোজী, মিসেস: সারা মার্ডী এবং মিসেস: সিরাজুম মনিরা। তাছাড়াও আপনারা যে কোনো বিভাগীয় প্রধানের সাথে কথা বলতে পারেন
Fee payments to LAMB finance office
Thank you to all who faithfully meet their deadlines for paying school fees.  We want to remind all parents that school fees are due within the 15th of each month or a 200tk late fee is automatically applied.  Also please be reminded that LAMB finance office accepts payments on Sundays from 10 to 12 and on Monday to Thursday from 8:30 to 12 each morning. 
ফি প্রদান 
ধন্যবাদ জানাই যারা বিশ্বস্তভাবে স্কুল ফি, প্রদানের সময়সীমা অনুযায়ী পরিশোধ করছেন। আমরা আবারো স্মরণ করিয়ে দিতে চাই যে, প্রতি চলতি মাসের স্কুল ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে ১৫, অন্যথায় ২০০ টাকা হারে বিলম্ব চার্জ স্বয়ংক্রিয় ভাবে যুক্ত হবে। এর সাথে মনে রাখুন যে ল্যাম্ব ফাইনেন্স অফিস রবিবারে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এবং সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৮:৩০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত লেনদেন করেন। 
Karate training
Women (age must be between 8 and 35 years) who are interested in learning Karate are invited to participate in training for 20 lessons for 20 days. The cost is Tk. 1500/- for each participant. 
If interested please contact
(1) Mrs. Flora Pahan,
Mobile #:01712086398,
E-mail ID: <florap@lambproject.org>;
(2) Mrs. Shirajum Munira
Mobile #: 01716178179,
কারাতে
নারীরা ( যাদের বয়স ৮ থেকে ৩৫ বৎসর) যারা কারাতে প্রশিক্ষণ নিতে আগ্রহী, তাদের সবাইকে ২০ দিনের ২০টি পাঠের এই প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে। প্রশিক্ষণের খরচ ১৫০০/- টাকা জন প্রতি।
দয়া করে বিস্তরিত তথ্য জানান জন্য
১. মিসেস. ফ্লোরা পাহান ০১৭১২০৮৬৩৯৮,
ই-মেইল: florap@lambproject.org
২. মিসেস. সিরাজুম মনিরার ০১৭১৬১৭৮১৭৯,
ই-মেইল: shirajumm@lambproject.org
এর সাথে যোগাযোগ করুন।

05 September 2019

New Version of Calendar 2019-20

Dear Parents and Students,

A new version of the 2019-2020 School Calendar has been uploaded to the blog. Please note that there are a few changes.

https://drive.google.com/file/d/1lGU3agEU9y9bPCi1xfmi5dbkzdKVqY2V/view

01 September 2019

September 2019 Newsletter
The thing I love about the rainy season is when the bright red sun, under dark clouds sets in a sea of green rice fields. The sun and the rain provide the ingredients necessary for the rice to grow. 
Just like the farmers till the ground, select the seed and add fertiliser, we carefully plan lessons, organize activities and motivate the children to learn.
It is God who gives rain and sun to the rice, and it is Him who gives skills and health to the children at the school. We count it blessings to be part of this particular work on God’s big farm.
We look forward to seeing all of you at the Parent Teacher Meetings in September, we are your co-workers in the task of nurturing your children and we look forward to share our thoughts about the task ahead, and we hope you will share your thoughts so that our common dream of what your children will become may grow a little closer. 
বর্ষাকাল সম্পর্কে আমি যে জিনিসটি পছন্দ করি তা হ'ল যখন অন্ধকার মেঘের নীচে উজ্জ্বল লাল সূর্য সবুজ ধানের জমিতে ডুবে যাধান গাছ বেড়ে ওঠার জন্য সূর্য ও বৃষ্টি প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে
কৃষকেরা যেভাবে জমি চাষ, বীজ নির্বাচন এবং সার প্রয়োগ করে ঠিক একইভাবে আমরা যত্নসহকারে  পাঠের পরিকল্পনা করি, বিভিন্ন অ্যাক্টিভিটি পরিচালনা করি এবং বাচ্চাদের শিখতে উদ্বুদ্ধ করি 
ইনিই ঈশ্বর যিনি নিয়মিত ধানকে বৃষ্টি ও রোদ দিয়ে থাকেন এবং তিনিই সেই যিনি স্কুলে শিশুদের দক্ষতা এবং সুস্বাস্থ্য প্রদান করেনআমরা আমাদের কাজের মধ্য দিয়ে  ঈশ্বরের বিশাল খামারের  একটি অংশ হতে পেরে বলে নিজেদের ধন্য মনে করি
আমরা সেপ্টেম্বরে অভিভাবক শিক্ষক সভায় আপনাদের সবাইকে দেখার অপেক্ষায় রয়েছি, আমরা আপনাদের সন্তানদের লালনপালনের ক্ষেত্রে আপনাদের সহকর্মী এবং আমরা সামনের কাজটি সম্পর্কে আমাদের চিন্তাভাবনাগুলি সহভাগিতা করে নেওয়ার প্রত্যাশায় রয়েছি, এবং আমরা আশা করি আপনারা আপনাদের চিন্তাভাবনাগুলি শেয়ার করবেন যাতে আপনার বাচ্চারা কী হবে সে সম্পর্কে আমাদের সাধারণ স্বপ্নটি আরও কাছাকাছি আসতে পারে
Congratulations to Maisha, Maim, Martin, Shatchya and Tirtho!
In 2019 we had 5 students from LAMB school who took O Level exams.  Transitioning is hard work, new schools, new homes, new friends, independent living, independent study and independent choices. It is a joy to see our students become independent and learn that in it all, God can be dependent upon.  
মাঈশা, মাঈম, মার্টিন, স্বচ্ছ ও তীর্থকে  অভিনন্দন!!
২০১৯ সালে ৫ জন শিক্ষার্থী ল্যাম্ব স্কুল থেকে ও’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল স্থানান্তর হ'ল শ্রমসাধ্য একটি ব্যপার, নতুন স্কুল, নতুন বাড়ি, নতুন বন্ধু, অত্ননির্ভরশীল জীবনযাপন, অত্ননির্ভরশীল অধ্যয়ন এবং অত্ননির্ভরশীল মনোনয়নআমাদের শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল হয়ে উঠেছে এবং শিখছে কিভাবে সমস্ত কিছুতে  শুধুমাত্র ঈশ্বরের ওপর নির্ভরশীল হতে হয়, আর এটা দেখতে পারাটা আমাদের জন্য আনন্দের 
Calendar
There are no special holidays in September, advanced notice is given that the school will be closed for Durga Puja from 4 to 12 October 2019.
পঞ্জিকা
এই সেপ্টেম্বরে কোন বিশেষ ছুটি নেই, অগ্রিম নোটিশ এটা যে স্কুল দূর্গাপুজা উপলক্ষ্যে ৪ অক্টোবর থেকে ১২ অক্টোবর ২০১৯ পর্যন্ত বন্ধ থাকবে
15th August
At LAMB school this year we commemorated the day of 15th August.  We remembered and honoured the memory of Sheik Mujibur Rahman and what he did for Bangladesh. Thank you to all who planned and to those who participated in the celebration.  
১৫ আগস্ট
এই বছর ল্যাম্ব স্কুল ১৫ আগষ্টকে স্মরণ করেছিআমরা শেখ মুজিব এর স্মৃতিচারণ করে তিনি বাংলাদেশের জন্য যা করেছিলেন তার প্রতি সম্মান প্রর্দশন করেছিলামধন্যবাদ দেই যারা এই অনুষ্ঠানের পরিকল্পনা ও অংশগ্রহণ করেছিলেন
Parent Teacher Meetings 
Our September Parent-Teacher meetings give you, the parents, an opportunity to meet the teachers who are teaching your children this year. The teachers will explain to all the parents as a group what the children will be studying. 
All meetings start at 5 pm and will finish by 6:15 pm. Parents will receive an invitation letter which will also give an opportunity to ask any questions of a general nature which can be addressed with all parents.  Parents who wish an individual meeting with a teacher or staff member for any other special reason through the year are able to request these by talking to Uncle Issac at the admin desk.
শিক্ষক অভিভাবক সাক্ষাৎকার
সেপ্টেম্বরের শিক্ষক অভিভাবক সাক্ষাৎকার আপনাদের তথা অভিভাবকদের তাদের সন্তানের এ বছরের শিক্ষকদের সাথে সাক্ষাতের সুযোগ করে দেয়শিক্ষকগণ অভিভাবক দলের কাছে ব্যাখা করবেন যে তাদের সন্তানেরা এ বছর কি  শিখবেনিম্নে সময় সূচী দেওয়া গেল  
সব মিটিং বিকাল ৫ টায় শুরু হবে এবং সন্ধ্যা ৬:১৫ টার মধ্যে শেষ হবেঅভিভাবকগণ একটি আমন্ত্রণ পত্র পাবেন যাতে সার্বজনীন ভাবে আলোচিত করা যায় এমন প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ রয়েছে যা সকল পিতা-মাতাদের সম্মুখে আলোচনা করা যাবেঅভিভাবকগণ আপনারা কেউ যদি আলাদা ভাবে শিক্ষক বা স্টাফ সদ্যসের সাথে সাক্ষাৎ করতে চান কোন বিশেষ বিষয়ের উপর, তবে দয়া করে এ বিষয়ে আংকেল আইজ্যাকের সাথে অ্যাডমিন ডেস্কে কথা বলার জন্য অনুরোধ 
 Teachers / Volunteers
We welcome Onita Murmu, Rupali Hasda and Jessica Ford-Powell to the school. Jessica was a student at LAMB School from 2008 to 2014. It is a special blessing when former students choose to come back to be part of our fellowship.
শিক্ষকগণ/স্বেচ্ছাসেবী
স্বাগত জানাই অনিতা মুরমু, রুপালী হাসঁদা এবং জেসিকা র্ফোড-পাওয়েলকে জেসিকা ল্যাম্ব স্কুলে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত এ শিক্ষার্থী ছিলেনএটা আসলে বিশেষ আর্শীবাদ যখন প্রাক্তন শিক্ষার্থীরা বেছে নেন যে ফিরে এসে আমাদের সাথে সহভাগিতা করার জন্য 
Schedule on-line
If you would like to see your child’s schedule, it will now be made available on-line on Thursday for the following week. To get access you need to request it by sending an email to school@lambproject.org. You will be sent a link every week so that we can share the schedule with you.  
রুটিন অন-লাইনে!
আপনারা যদি আপনার সন্তানের সময়সূচী দেখতে চান, এটি এখন বৃহস্পতিবার থেকে পরবর্তী সপ্তাহ পর্যন্ত অন-লাইনে দেখতে পাবেনপ্রবেশাধিকার পাওয়ার জন্য আপনার অনুরোধটি school@lambproject.org
ই-মেইল দিয়ে পাঠাতে হবেআপনার কাছে প্রতি সপ্তাহে একটি লিংক পাঠানো হবে যেন ক্লাশের সময়সূচীটা আপনাদের সাথে সহভাগিতা করতে পারি
June Fee designations
The June monthly fee has been re-categorised as a security deposit, refundable at the end of each school year if a student leaves school or returnable when a student leaves school if all accounts are cleared.
জুন মাসের ফি উপাধী/আখ্যা 
জুন মাসের মাসিক ফি  নিরাপত্তা আমানত/জামানত হিসেব পুনরায় শ্রেণীকরণ করা হয়েছে, যা স্কুল বছর শেষে ফেরতযোগ্য যদি কোন শিক্ষার্থী স্কুল ত্যাগ করে বা স্কুল ত্যাগকারীর পাওনা পরিশোধ থাকে  

19 August 2019

August 2019 Newsletter

August 2019 Newsletter


This year we would like to focus on growth of the school staff and children. We hope each child will grow and learn to their full potential and know how truly valuable they are. Teachers have done some training over the holidays to improve their understanding and thinking so that they can promote these skills with the students in classes through their hard work, attention to each child and respectful interaction with all. We aim to have a growth mindset both for ourselves and our students believing that we can always grow in confidence, obedience, faithfulness, in our thirst for knowing and that we can continue to become more mature people. We also want to firmly believe that in this journey of growth we have the grace of God. We thank God that each of you are part of LAMB School for the year 2019-20 and we ask His help for us to continue this work.  
প্রিয় অভিভাবক এবং ছেলে-মেয়েরা,
এ বছরে আমরা সার্বিকভাবে স্কুল স্টাফ এবং ছেলেমেয়েদের বৃদ্ধি লাভে দৃষ্টি নিবদ্ধ রাখতে চাই আমাদের আশা এই যে, প্রত্যেক ছেলেমেয়ে তাদের সম্ভাব্য সামর্থ্যের সর্বোচ্চটা শিখবে এবং তারা কতটা মূল্যবান তা জানবে শিক্ষকগণ ছুটিতে কিছু ট্রেনিং সম্পন্ন করেছেন যাতে তাদের বোঝার এবং চিন্তা করবার দক্ষতার বৃদ্ধি ঘটে এবং যেন তারা এই সকল দক্ষতা ক্লাসে প্রতিটি শিক্ষার্থীর প্রতি কঠোর পরিশ্রম, মনোযোগ এবং শ্রদ্ধাশীল মিথষ্ক্রিয়ার সাথে ব্যবহার করেন আমাদের লক্ষ্য, যেন আমরা নিজেরা এবং শিক্ষার্থীগণ উভয়ই বিকাশমান মানসিকতা লাভ করি, এটা বিশ্বাসের মধ্য দিয়ে যে আমরা সর্বদা আত্নবিশ্বাসে, বাধ্যতাই, বিশ্বস্ততায়, জানার তৃষ্ণায় এবং ক্রমাগত উন্নতি লাভ করতে পারি এবং পরিপক্ব হয়ে উঠতে পারি। আমরা এর সাথে দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আমাদের এই যাত্রায় ঈশ্বর আমাদের সঙ্গে আছেন ।
Staff
We welcome Jessica Ford Powell, our former student who is going to be a short-term volunteer teacher in our school. She is from England. Many of you might know her father and mother, Ken and Vikki Ford-Powell former staff at LAMB.  
We are thankful to God that Uncle Christian, Aunty April, Aunty Heather and Aunty Charlotte had safe travels on their extended leave, meeting their family members, relatives and friends and have come back safely.
 স্টাফ
আমাদের প্রাক্তন ছাত্রী জেসিকা ফোর্ড পাওয়েলকে স্বাগত জানাই, তিনি আমাদের স্কুলে স্বল্পমেয়াদী শিক্ষক হিসেবে কাজ করবেন। তিনি ইংল্যান্ডের অধিবাসী। তাঁর বাবা কেইন ফোর্ড পাওয়েলকে আপনারা অনেকে চিনে থাকবেন।
আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই, আংকেল খ্রীষ্টেন, আন্টি এপ্রিল, আন্টি হেদার এবং আন্টি শার্লোট লম্বা ছুটিতে গিয়ে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাত শেষে নিরাপদে ফিরে এসেছেন 
Materials
We have given out several items to your children on the first day of school. This includes a homework diary with the school rules in English and Bangla. We encourage you to familiarize yourself with these.  
উপকরণ সামগ্রী
আজ আমরা আপনাদের ছেলে-মেয়েদের বিভিন্ন উপকরণ দিয়েছিএই উপকরণগুলোর সাথে ইংরেজি এবং বাংলায় স্কুলের নিয়মাবলি সম্বলিত একটি বাড়ির কাজের ডায়েরী দেয়া হয়েছে আপনাদের উৎসাহ দেয়া যাচ্ছে, যেন আপনারা এই দুটো জিনিসের সাথেই সুপরিচিত থাকেন।

Preschool-Kindergarten     প্রিস্কুল-কিন্ডারগার্টেন
1. Homework Diary       বাড়ীর কাজের ডায়েরী
(w. school rules)      (-স্কুল নিয়ামাবলী সহ )
3. Newsletter                          নিউজলেটার

G1-10
1.    Homework Diary (w. school rules)
2.    Newsletter
3.    One each; eraser, ruler, pencil or pen
4.  Pencil box (Grades 1, 3, 5, 7 and 9 only) 
গ্রেড১-গ্রেড১০
বাড়ীর কাজের ডায়েরী -স্কুল নিয়ামাবলীসহ
নিউজলেটার                            
জনপ্রতি একটি করে; রবার, স্কেল, পেন্সিল অথবা কলম
পেন্সিল বক্স (শুধুমাত্র ১, , , ৭ এবং ৯ গ্রেডের ছেলে-মেয়েদের জন্য)

 Parent Teacher Meeting
During August, we look forward to getting started on our work and finding new routines at school. In September we hope to meet with all parents, to further coordinate our efforts towards your children’s growth and learning so that they may become all that God has made them to be. We aim to start the meetings in second week of September. You will be informed about meeting dates in September. 
শিক্ষক অভিভাবক সাক্ষাৎকার
আগষ্ট মাসে, স্কুলে আমরা আমাদের কাজ শুরু করার এবং নতুন নিত্যকার্যসূচি পাওয়ার অপেক্ষা করছি
আশা করছি যে সেপ্টেম্বরে আমরা সকল অভিভাবকের সাথে সাক্ষাৎ করতে পারব, যেন আমাদের প্রচেষ্টার সাথে আপনাদের সন্তানের বৃদ্ধি ও শেখার সমন্বয় করতে পারি এবং ঈশ্বর তাদের যা হবার জন্য সৃষ্টি করেছেন যেন ঠিক তাই হতে সাহায্য করি আমরা সাক্ষাতকারগুলো সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু করতে চাই সেপ্টেম্বর এ সাক্ষতাকারগুলোর তারিখগুলো আপনাদের জানিয়ে দেওয়া হবে

National Mourning Day
The school is going to commemorate the death of the father of the nation on 15 August 2019.  On this solemn occasion we ask that you please send your child to school by 8:40. We hope to finish our activities by 11:00.
জাতীয় শোক দিবস
স্কুল ১৫ আগষ্ট ২০১৯ তারিখে জাতীর পিতার মৃত্যু যথাযথ ভাবগাম্ভীর্যতার সাথে শ্রদ্ধাভরে স্মরণ করবে অনুগ্রহ করে আপনাদের সন্তানকে স্কুলে  ৮:৪০ এর মধ্যে পাঠিয়ে দিবেন । আমরা আমাদের অ্যাক্টিভিটিগুলো বেলা ১১:০০ এর মধ্যে শেষ করতে চাই ।
Summer Reading Club
Summer reading club was a fun time for children to enjoy the library while the school was closed. We are happy to say that the Reading Club went well. Teachers and students all had a good time reading and listening to stories together. We always encourage our students to read books; it is one way to gain knowledge and joy for life.

গ্রীষ্মকালীন পঠন ক্লাব
বন্ধের ছুটিতে বই পড়টা ছেলেমেয়েদের জন্য মজার ছিল। আমরা আনন্দের সাথে জানাই যে পঠন ক্লাব ভালমতো সম্পন্ন হয়েছিল। শিক্ষক এবং শিক্ষার্থী সবার জন্যই গল্প পড়া এবং শোনার সময়টা ভালো ছিল। আমরা আমাদের ছাত্র-ছাত্রীদের সব সময় বই পড়ার জন্য উৎসাহ দেই; জীবনের জন্য আনন্দ এবং জ্ঞান আহরণ করার এটি একটি উত্তম উপায়।
Standing Beside Flood Affected People
You are probably aware that different parts of our country were inundated with water due to heavy rainfall and run off water from India.  Our neighboring districts, Nilphamari and Kurigram were also badly affected. We are very proud of Uncle John, Uncle Janata, Uncle Rotan and Uncle Sunil for their willingness to represent LAMB School and to stand beside the flood-affected people. They worked with LAMB DRR team to support relief distribution work for few days.
বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো
আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের দেশের বিভিন্ন অংশ ভারী বর্ষন এবং ভারত থেকে আসা পানি দ্বারা ডুবে গেছে। আমাদের পার্শ্ববর্তী জেলা, নীলফামারী ও কুড়িগ্রামও এর দ্বারা খুব খারাপভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। আমরা আংকেল জন, আংকেল জনতা, আংকেল রতন এবং আংকেল সুনীল এর জন্য গর্বিত যে তারা ল্যাম্ব স্কুলকে প্রতিনিধিত্ব করার এবং বন্যাদূর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ত্রাণ সামগ্রীগুলি সরবরাহের জন্য তারা কয়েক দিন LAMB DRR টিমের সাথে কাজ করেছিল।

19 March 2019

March 2019 Newsletter


Dear Parents,
Life is full of choices.  Some choices are easy to make while others are harder, especially when people around you pressure you to do something or when so many options are kept in front and you are muddled about a choice. It is important to choose right thing for our children in their journey. What might help us to make fair choices for them? Proverbs 2:11 says “Wise choices will watch over you. Understanding will keep you safe”. We should help our children learn how to have His wisdom in their thinking to keep them safe and happy. We are very happy to have you, the parents, with us teaching wisdom alongside academic development.

জীবন বিভিন্ন পছন্দ মনোনয়ন-এ পরিপূর্ণ কিছু পছন্দ মনোনয়ন খুব সহজ আবার কিছুগুলি তুলনামূলক কঠিন, বিশেষ করে যখন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে কিছু করার জন্য চাপ প্রয়োগ করে বা যখন অনেকগুলো নির্বাচনের বিষয় আপনার সামনে রাখা থাকে এবং আপনাকে এই পছন্দের মাঝখা থেকে নির্বাচন করতে হয়। আমাদের সন্তানদের জীবনের জন্য সঠিক বিষয়টি নির্বাচন করাটা গুরুত্বপূর্ণ। তাদের জীবনের জন্য কি আমাদের সঠিক সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করে?  
হিতোপদেশ ২:১১ পদ বলে বিবেচনা শক্তি তোমাকে পাহারা দেবে। প্রজ্ঞা তোমাকে রক্ষা করবে। আমাদের দায়িত্ব হোল আমাদের সন্তানদের ঈশ্বরীয় প্রজ্ঞা শিখতে সাহায্য করা যেন তাদের চিন্তা তাদের রক্ষা করে এবং সুখী করে। আমাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ছেলেমেয়েদের প্রজ্ঞা শিক্ষাদান করার জন্য অভিভাবকদের ধন্যবাদ।  

Study Tours
In February our staff and students travelled in 3 groups for study tours.  The PS to G1 visited a pottery and a ruler factory in Parbatipur.  G2-4 visited some geographical locations inside Swapnapuri near Phulbari.  G5-10 enjoyed their time learning about coal extraction in Boropukuria, seeing a biogas plantation in Habra and exploring a SAL forest in Panchpukur. Many people worked together in teams to make these events successful. We are grateful to God for safety.  We are grateful for good cooperation and participation from our students.

শিক্ষা-সফর
ফেব্রুয়ারীতে আমাদের ষ্টাফবৃন্দ ও শিক্ষার্থীগণ ৩ দলে বিভক্ত হয়ে শিক্ষা-সফরে গিয়েছিলেন প্রি-স্কুল হতে গ্রেড ১-এর শিক্ষার্থীরা স্থানীয়  কুমোরপাড়া  স্কেল ফ্যাক্টরী পরিদর্শনে  গিয়েছিল  গ্রেড ২- এর শিক্ষার্থীরা   ফুলবাড়ীর কাছে স্বপ্নপুরির ভিতরে কিছু ভৌগলিক এলাকা পরিদর্শনে গিয়েছিল  গ্রেড -১০ এর শিক্ষার্থীরা তাদের সফরে বড়পুকুরিয়ার কয়লাখনিতে কয়লা উত্তোলন সর্ম্পকে শিখেছিল, হাবড়ার বায়োগ্যাস প্লানটেশন পরির্দশন এবং পাচঁপুকুরে শালবন অনুসন্ধানমূলক ভ্রম করেছিল। এই কার্যক্রমগুলোকে সাফল্যমণ্ডিত করতে অনেক লোক এক সাথে দলে কাজ করেছিল। ঈশ্বরের কাছে আমরা আমাদের নিরাপদ যাত্রা এবং কার্যক্রমগুলোর জন্য কৃতজ্ঞ। আমাদের ছাত্র-ছাত্রীদের সহযোগিতা ও তাদের স্বঃস্থর্ফূত অংশগ্রহণের জন্য আমরা কৃতজ্ঞ।

Parent Teacher Meetings
Our current focus is on the parent-teacher meetings. We start on 6th March with KG and G2 from 1:40pm followed by PS and G6 on 11th and G1 and G3 on 13th March 2019.  We look forward to hearing from parents so we can continue to work together to help create the best possible circumstances for your children’s growth and learning. Your input is important for us as we seek to teach your children.  Please be reminded that on the day your children have parent meetings they will finish their classes at 1PM, there are no afternoon classes for those grades.   

শিক্ষক-অভিভাবক সাক্ষাকার
আমাদের বর্তমান লক্ষ্য হচ্ছে আসছে শিক্ষক-অভিভাবক সাক্ষাৎকারগুলো আমরা ০৬  মার্চদুপুর ১:৪০ টা থেকে কেজি এবং গ্রেড  ২ এর মাধ্যমে শুরু করতে যাচ্ছি  একই ভাবে প্রি-স্কুল এবং গ্রেড ৬ এর১১ মার্চ এবং গ্রেড ১ ও গ্রেড ৩ এর সাক্ষাৎকারগুলো, ১৩ মার্চ ২০১৯ এ অনুষ্ঠিত হবে  আমরা আপনাদের (অভিভাবকবৃন্দের) কাছ থেকে  সন্তানদের বিষয়ে শোনার জন্য সানন্দে প্রতীক্ষা করছি, যেন আমরা সকলে মিলে একত্রে আপনাদের সন্তানদের বেড়ে ওঠার এবং শিক্ষার সম্ভাব্য সবচেয়ে ভালো পারিপার্শ্বিক অবস্থার সৃষ্টি করতে পারি  আপনাদের সন্তানদের শিক্ষাদান কার্যেআপনা্দের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে স্মরণ রাখবেন যে, আপনার সন্তানের যেদিন অভিভাবক সাক্ষাকার থাকবে সেদিন দুপুর ১ টায় তাদের ক্লাস শেষ হবে, এই শ্রেণীরগুলোর বিকেল বেলা কোন  ক্লাস নেই

AGM
Our annual general meeting this year will be held in the school auditorium on Wednesday, 3 April 2019, 5pm. All parents and school staff are requested to come hear about the year that has gone by, and give input for the next year. You will be reminded again in April’s newsletter.

এজিএম (বার্ষিক সাধারণ সভা)
আমাদের বার্ষিক সাধারণ সভা  ৩ এপ্রিল ২০১৯ রোজ বুধবার বিকাল ৫ ঘটিকায় স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এ সভায় সকল অভিভাবক এবং স্টাফগণকে পরবর্তী বছরের জন্য গুরুত্বপূর্ণ মতামত এবং বিগত বছরের  ঘটনাবলি শোনার জন্য সাদরে আমন্ত্রণ জানালো হলোএপ্রিলের নিউজলেটারের মাধ্যমেও আপনাদেরকে স্মরণ করিয়ে দেয়া হবে

Calendar
Please note that LAMB school will remain closed on 17th March, Sunday on the occasion of Sheikh Mujib’s birthday.  We hope the students enjoyed this short break.  Note that this year LAMB school will be planning special activities for Independence Day, 26th March 2019.

বর্ষপঞ্জিকা
অনুগ্রহ করে লক্ষ্য করুন, ল্যাম্ব স্কুল ১৭ মার্চ, রোজ  রবিরার বঙ্গবন্ধু জম্মদিন উপলক্ষ্যে বন্ধ থাকবে আমরা আশা করছি যে ছেলেমেয়েরা  ছোট বিরতি ছুটিউপভোগ করবে উল্লেখ্য যে, এই বছর ল্যাম্ব স্কুল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ ২০১৯ তারিখে বিশেষ কার্যক্রম পরিকল্পনা করতে যাচ্ছে।

Admissions
During the month of March we will accept admission applications until 31st March 2019 for new children who want to enroll in preschool in August 2019.  Applications are open for both staff and non-staff children.  Staff children who fill in admission application forms will have priority. Children must be 4 years old by 31st July 2019 to register.  Applications for other grades can also be submitted and will be considered if space is available.

ভর্তি
মার্চ ২০১ সনে প্রিস্কুলে ভর্তি ইচ্ছুক ছেলেমেয়েদের ভর্তির আবেদনপত্র ৩১ শে মার্চ পর্যন্ত বিতরণ এবং গ্রহণ করা হবে ষ্টাফ এবং ননষ্টাফ উভয় ছেলেমেয়েদের জন্য ভর্তি উন্মুক্ত আছে যে কল স্টাফ তাদের সন্তানদের জন্য ফর্ম সংগ্রহ করে জমা দিবেন ভর্তির ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন ভর্তিচ্ছুক ছেলেমেয়ের বয়স ৩১ শে জুলাই ২০১ এর মধ্যে ৪ বছর পূর্ণ হতে হবে অন্যান্য শ্রেণিতে ভর্তির ফরমও পূরণ করা যাবে, সিট খালি থাকার প্ররিপ্রেক্ষিতে অন্যান্য গ্রেডে ভর্তি করা যেতে পারে    

Picking up students after school
This is a kind reminder that school is not responsible to look after students once school ends at 3:30pm.  It has been noticed that some children are being left unsupervised.  Please arrange to have your children taken home as soon as school ends for the safety of the children. Thank you very much for your understanding in this regard.  LAMB allows children to return to play after 5pm if guardians are there to supervise them.

স্কুলের পরে ছেলেমেয়দের নিয়ে যাওয়া
এটি আপনাদের কাছে আমাদের একটি বিনীত অনুস্মারক যে স্কুল শেষ হওয়ার পরে ৩:৩০ অপরাহ্নের পর থেকে  শিক্ষার্থীদের দেখাশোনা করার দায়িত্ব স্কুলের ওপর বর্তায় না। এটা লক্ষ্য করা গেছে যে কিছু ছেলেমেয়ে স্কুল শেষে বিনা তত্ত্বাবধানে থাকছে। আপনাদের ছেলেমেয়ের নিরাপত্তার স্বার্থে অনুগ্রহ করে স্কুল শেষ হবার পরপরই ছেলেমেয়দের নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। বিষয়টি বোঝার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। অভিভাবকরা তত্ত্বাবধানে থাকাকালীন শিশুরা ৫:০০ টা পরে খেলতে ফিরে আসতে পারে।

LAMB English Medium School - Bangladesh