19 March 2019

March 2019 Newsletter


Dear Parents,
Life is full of choices.  Some choices are easy to make while others are harder, especially when people around you pressure you to do something or when so many options are kept in front and you are muddled about a choice. It is important to choose right thing for our children in their journey. What might help us to make fair choices for them? Proverbs 2:11 says “Wise choices will watch over you. Understanding will keep you safe”. We should help our children learn how to have His wisdom in their thinking to keep them safe and happy. We are very happy to have you, the parents, with us teaching wisdom alongside academic development.

জীবন বিভিন্ন পছন্দ মনোনয়ন-এ পরিপূর্ণ কিছু পছন্দ মনোনয়ন খুব সহজ আবার কিছুগুলি তুলনামূলক কঠিন, বিশেষ করে যখন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে কিছু করার জন্য চাপ প্রয়োগ করে বা যখন অনেকগুলো নির্বাচনের বিষয় আপনার সামনে রাখা থাকে এবং আপনাকে এই পছন্দের মাঝখা থেকে নির্বাচন করতে হয়। আমাদের সন্তানদের জীবনের জন্য সঠিক বিষয়টি নির্বাচন করাটা গুরুত্বপূর্ণ। তাদের জীবনের জন্য কি আমাদের সঠিক সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করে?  
হিতোপদেশ ২:১১ পদ বলে বিবেচনা শক্তি তোমাকে পাহারা দেবে। প্রজ্ঞা তোমাকে রক্ষা করবে। আমাদের দায়িত্ব হোল আমাদের সন্তানদের ঈশ্বরীয় প্রজ্ঞা শিখতে সাহায্য করা যেন তাদের চিন্তা তাদের রক্ষা করে এবং সুখী করে। আমাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ছেলেমেয়েদের প্রজ্ঞা শিক্ষাদান করার জন্য অভিভাবকদের ধন্যবাদ।  

Study Tours
In February our staff and students travelled in 3 groups for study tours.  The PS to G1 visited a pottery and a ruler factory in Parbatipur.  G2-4 visited some geographical locations inside Swapnapuri near Phulbari.  G5-10 enjoyed their time learning about coal extraction in Boropukuria, seeing a biogas plantation in Habra and exploring a SAL forest in Panchpukur. Many people worked together in teams to make these events successful. We are grateful to God for safety.  We are grateful for good cooperation and participation from our students.

শিক্ষা-সফর
ফেব্রুয়ারীতে আমাদের ষ্টাফবৃন্দ ও শিক্ষার্থীগণ ৩ দলে বিভক্ত হয়ে শিক্ষা-সফরে গিয়েছিলেন প্রি-স্কুল হতে গ্রেড ১-এর শিক্ষার্থীরা স্থানীয়  কুমোরপাড়া  স্কেল ফ্যাক্টরী পরিদর্শনে  গিয়েছিল  গ্রেড ২- এর শিক্ষার্থীরা   ফুলবাড়ীর কাছে স্বপ্নপুরির ভিতরে কিছু ভৌগলিক এলাকা পরিদর্শনে গিয়েছিল  গ্রেড -১০ এর শিক্ষার্থীরা তাদের সফরে বড়পুকুরিয়ার কয়লাখনিতে কয়লা উত্তোলন সর্ম্পকে শিখেছিল, হাবড়ার বায়োগ্যাস প্লানটেশন পরির্দশন এবং পাচঁপুকুরে শালবন অনুসন্ধানমূলক ভ্রম করেছিল। এই কার্যক্রমগুলোকে সাফল্যমণ্ডিত করতে অনেক লোক এক সাথে দলে কাজ করেছিল। ঈশ্বরের কাছে আমরা আমাদের নিরাপদ যাত্রা এবং কার্যক্রমগুলোর জন্য কৃতজ্ঞ। আমাদের ছাত্র-ছাত্রীদের সহযোগিতা ও তাদের স্বঃস্থর্ফূত অংশগ্রহণের জন্য আমরা কৃতজ্ঞ।

Parent Teacher Meetings
Our current focus is on the parent-teacher meetings. We start on 6th March with KG and G2 from 1:40pm followed by PS and G6 on 11th and G1 and G3 on 13th March 2019.  We look forward to hearing from parents so we can continue to work together to help create the best possible circumstances for your children’s growth and learning. Your input is important for us as we seek to teach your children.  Please be reminded that on the day your children have parent meetings they will finish their classes at 1PM, there are no afternoon classes for those grades.   

শিক্ষক-অভিভাবক সাক্ষাকার
আমাদের বর্তমান লক্ষ্য হচ্ছে আসছে শিক্ষক-অভিভাবক সাক্ষাৎকারগুলো আমরা ০৬  মার্চদুপুর ১:৪০ টা থেকে কেজি এবং গ্রেড  ২ এর মাধ্যমে শুরু করতে যাচ্ছি  একই ভাবে প্রি-স্কুল এবং গ্রেড ৬ এর১১ মার্চ এবং গ্রেড ১ ও গ্রেড ৩ এর সাক্ষাৎকারগুলো, ১৩ মার্চ ২০১৯ এ অনুষ্ঠিত হবে  আমরা আপনাদের (অভিভাবকবৃন্দের) কাছ থেকে  সন্তানদের বিষয়ে শোনার জন্য সানন্দে প্রতীক্ষা করছি, যেন আমরা সকলে মিলে একত্রে আপনাদের সন্তানদের বেড়ে ওঠার এবং শিক্ষার সম্ভাব্য সবচেয়ে ভালো পারিপার্শ্বিক অবস্থার সৃষ্টি করতে পারি  আপনাদের সন্তানদের শিক্ষাদান কার্যেআপনা্দের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে স্মরণ রাখবেন যে, আপনার সন্তানের যেদিন অভিভাবক সাক্ষাকার থাকবে সেদিন দুপুর ১ টায় তাদের ক্লাস শেষ হবে, এই শ্রেণীরগুলোর বিকেল বেলা কোন  ক্লাস নেই

AGM
Our annual general meeting this year will be held in the school auditorium on Wednesday, 3 April 2019, 5pm. All parents and school staff are requested to come hear about the year that has gone by, and give input for the next year. You will be reminded again in April’s newsletter.

এজিএম (বার্ষিক সাধারণ সভা)
আমাদের বার্ষিক সাধারণ সভা  ৩ এপ্রিল ২০১৯ রোজ বুধবার বিকাল ৫ ঘটিকায় স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এ সভায় সকল অভিভাবক এবং স্টাফগণকে পরবর্তী বছরের জন্য গুরুত্বপূর্ণ মতামত এবং বিগত বছরের  ঘটনাবলি শোনার জন্য সাদরে আমন্ত্রণ জানালো হলোএপ্রিলের নিউজলেটারের মাধ্যমেও আপনাদেরকে স্মরণ করিয়ে দেয়া হবে

Calendar
Please note that LAMB school will remain closed on 17th March, Sunday on the occasion of Sheikh Mujib’s birthday.  We hope the students enjoyed this short break.  Note that this year LAMB school will be planning special activities for Independence Day, 26th March 2019.

বর্ষপঞ্জিকা
অনুগ্রহ করে লক্ষ্য করুন, ল্যাম্ব স্কুল ১৭ মার্চ, রোজ  রবিরার বঙ্গবন্ধু জম্মদিন উপলক্ষ্যে বন্ধ থাকবে আমরা আশা করছি যে ছেলেমেয়েরা  ছোট বিরতি ছুটিউপভোগ করবে উল্লেখ্য যে, এই বছর ল্যাম্ব স্কুল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ ২০১৯ তারিখে বিশেষ কার্যক্রম পরিকল্পনা করতে যাচ্ছে।

Admissions
During the month of March we will accept admission applications until 31st March 2019 for new children who want to enroll in preschool in August 2019.  Applications are open for both staff and non-staff children.  Staff children who fill in admission application forms will have priority. Children must be 4 years old by 31st July 2019 to register.  Applications for other grades can also be submitted and will be considered if space is available.

ভর্তি
মার্চ ২০১ সনে প্রিস্কুলে ভর্তি ইচ্ছুক ছেলেমেয়েদের ভর্তির আবেদনপত্র ৩১ শে মার্চ পর্যন্ত বিতরণ এবং গ্রহণ করা হবে ষ্টাফ এবং ননষ্টাফ উভয় ছেলেমেয়েদের জন্য ভর্তি উন্মুক্ত আছে যে কল স্টাফ তাদের সন্তানদের জন্য ফর্ম সংগ্রহ করে জমা দিবেন ভর্তির ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন ভর্তিচ্ছুক ছেলেমেয়ের বয়স ৩১ শে জুলাই ২০১ এর মধ্যে ৪ বছর পূর্ণ হতে হবে অন্যান্য শ্রেণিতে ভর্তির ফরমও পূরণ করা যাবে, সিট খালি থাকার প্ররিপ্রেক্ষিতে অন্যান্য গ্রেডে ভর্তি করা যেতে পারে    

Picking up students after school
This is a kind reminder that school is not responsible to look after students once school ends at 3:30pm.  It has been noticed that some children are being left unsupervised.  Please arrange to have your children taken home as soon as school ends for the safety of the children. Thank you very much for your understanding in this regard.  LAMB allows children to return to play after 5pm if guardians are there to supervise them.

স্কুলের পরে ছেলেমেয়দের নিয়ে যাওয়া
এটি আপনাদের কাছে আমাদের একটি বিনীত অনুস্মারক যে স্কুল শেষ হওয়ার পরে ৩:৩০ অপরাহ্নের পর থেকে  শিক্ষার্থীদের দেখাশোনা করার দায়িত্ব স্কুলের ওপর বর্তায় না। এটা লক্ষ্য করা গেছে যে কিছু ছেলেমেয়ে স্কুল শেষে বিনা তত্ত্বাবধানে থাকছে। আপনাদের ছেলেমেয়ের নিরাপত্তার স্বার্থে অনুগ্রহ করে স্কুল শেষ হবার পরপরই ছেলেমেয়দের নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। বিষয়টি বোঝার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। অভিভাবকরা তত্ত্বাবধানে থাকাকালীন শিশুরা ৫:০০ টা পরে খেলতে ফিরে আসতে পারে।

LAMB English Medium School - Bangladesh